চালের দাম বিশ্বে কমলেও দেশে ঊর্ধ্বমুখী

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ববাজারে চালের দাম কমছে, কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। টিসিবির তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৭–৮ টাকা।
বিক্রি হচ্ছে ৮২–৮৫ টাকায়। মোটা চাল ৫৬–৬০ টাকায়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানায়, জুনে আন্তর্জাতিক বাজারে চালের চাহিদা কমায় দাম কমেছে ০.৮ শতাংশ। অন্যদিকে, দেশে সরবরাহ বা চাহিদা নিয়ে কোনো সংকট নেই বলেও জানাচ্ছেন ব্যবসায়ীরা।
বাজারে কারসাজির অভিযোগ তুলেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। তাদের দাবি, বরাবরের মতো এবারও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছেন। ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভরা মৌসুমে হঠাৎ এত দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই।
অর্থনীতিবিদরা মনে করছেন, চালকল মালিক ও বড় ব্যবসায়ীদের যোগসাজশে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, “সরকার যদি তদারকি জোরদার করে, তাহলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”
এদিকে, বিশ্ববাজারে চিনির দামও কমছে। জুনে দাম কমেছে ৫.২ শতাংশ, যা ২০২১ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। তবে ভোজ্যতেল, মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে মাখনের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে।
এফএও জানিয়েছে, জুনে খাদ্যপণ্যের সামগ্রিক মূল্য সূচক মে মাসের তুলনায় ০.৫ শতাংশ বেড়েছে, যা গত বছরের তুলনায় ৫.৮ শতাংশ বেশি।
১২৭ বার পড়া হয়েছে