মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের ফরহাদের মর্মান্তিক মৃত্যু

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় নির্মাণকাজের সময় ক্রেনের চেইন ছিঁড়ে পড়ে নিচে চাপা পড়ে যশোরের শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের ফরহাদ হোসেন (৩১) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটেছে।
ফরহাদ, যাকে রনি নামেও ডাকা হত, মালয়েশিয়ায় নতুন জীবনের স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।
২০২৩ সালের জানুয়ারিতে পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ার শেরেমবান শহরে গিয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ শুরু করেন ফরহাদ। গত শনিবার সকাল আটটার দিকে কাজ করার সময় হঠাৎ ক্রেনের চেইন ছিঁড়ে যায় এবং তাকে নিচে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফরহাদ শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ সরদারের ছেলে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার এক বোনের বিয়ে হয়েছে, আর তার পিছুটান মা-বাবা, স্ত্রী এবং পাঁচ বছরের মেয়ে। ক্রেন দুর্ঘটনার খবর জানানোর জন্য পাশের শ্রমিক আবদুল কুদ্দুস সকাল ১০টায় ফরহাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
ফরহাদের বাবা মাহামুদ সরদার দুঃখ প্রকাশ করে বলেন, “ফরহাদ আমার একমাত্র ছেলে। অনেক আশা নিয়ে তাকে বিদেশ পাঠিয়েছিলাম। সে সব ঋণ করতে গিয়ে নিজেও এখন দিশেহারা। আমি কীভাবে তার স্ত্রী ও মেয়ের ভবিষ্যত ভাবব, সেটা বুঝতে পারছি না।”
বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা ফরহাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছেন। আশা করা হচ্ছে, আগামী মঙ্গলবার তার দেহ দেশে পৌঁছবে।
১২৮ বার পড়া হয়েছে