ধামরাইয়ে টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে তিন লাখ টাকা লোন দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. মুরাদ হোসেন কালা (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মুরাদ আত্মগোপনে ছিলেন। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথবাহিনী মির্জাপুর থেকে তাকে গ্রেফতার করে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের ১০ এপ্রিল দুপুরে ভুক্তভোগীকে তিন লাখ টাকা লোন দেওয়ার কথা বলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে বলেন মুরাদ। সরল বিশ্বাসে গৃহবধূ সেখানে গেলে মুরাদ তাকে স্থানীয় ফারুক হোসেনের বাসায় নিয়ে যান। ফারুকের সহায়তায় সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার হওয়া মুরাদ ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মান্নান ওরফে মান্নু মিয়ার ছেলে। অপর ব্যক্তি ফারুক হোসেন একই এলাকার মৃত ওফাজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি বর্তমানে ধামরাইয়ের পাঠানটোলা এলাকায় বসবাস করতেন।
ঘটনার পর ভুক্তভোগী ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তরা গা ঢাকা দেয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, “তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মির্জাপুর এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
২১৬ বার পড়া হয়েছে