৫৬ বছর বয়সে না ফেরার দেশে জুলিয়ান ম্যাকমাহন

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রয়াত হলেন অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘নিপ/টাক’ এবং ‘চার্মড’-এ দুর্দান্ত অভিনয় করা এই তারকা মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারে হার মানলেন।
বুধবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী কেলি পানিয়াগুয়া।
এক আবেগঘন বিবৃতিতে কেলি জানান, “জুলিয়ান জীবনকে ভালোবাসতেন। পরিবার, বন্ধু আর ভক্তদের প্রতি তাঁর ভালোবাসা ছিল সীমাহীন। কাজকে শ্রদ্ধা করতেন, আনন্দ ছড়াতে চাইতেন সর্বত্র। আমরা এখন একান্তে থাকতে চাই আপনাদের কাছে সেই সম্মানই কামনা করছি।”
ছোট পর্দায় যাত্রা, বড় পর্দায় আলো
১৯৯৮ সালে ‘চার্মড’ সিরিজে কোল টার্নার চরিত্রে অভিনয়ের মাধ্যমে জুলিয়ানের জনপ্রিয়তা বাড়তে থাকে। তবে বড় সাফল্য আসে ২০০৩ সালে শুরু হওয়া মেডিকেল ড্রামা ‘নিপ/টাক’-এর ডা. ক্রিশ্চিয়ান ট্রয় চরিত্রে। টানা ছয় মৌসুম চলা এই সিরিজ তাঁকে আন্তর্জাতিক তারকা করে তোলে। এ চরিত্রের জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়নও পেয়েছিলেন।
বড় পর্দায়ও ছিলেন স্মরণীয়
ম্যাকমাহন বড় পর্দাতেও বেশ কয়েকটি স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫) এবং ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’ (২০০৭)-এ ভিক্টর ভন ডুম/ডক্টর ডুম চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।
এ ছাড়াও ‘প্রমিজড ল্যান্ড’, ‘রেড’, ও ‘অ্যান্ড্রুজ ক্লকওয়ার্ক অরেঞ্জ’-এ দেখা গেছে তাঁর অভিনয়শৈলী।
ব্যক্তিজীবন ও পটভূমি
জুলিয়ান ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের পুত্র। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন মডেল ও প্রযোজক। তাঁর সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী ব্রুক বার্ক।
তাঁর এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য, সহকর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত।
১২৭ বার পড়া হয়েছে