সর্বশেষ

অর্থনীতি

এগারো মাস পর ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রায় এক বছর স্থবির থাকার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। গত ২৯ মে থেকে ৩ জুলাই পর্যন্ত সময়কালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ২৯৩টির শেয়ারদর বেড়েছে।

এর মধ্যে অন্তত ৮৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ বা তার বেশি। অথচ এই কোম্পানিগুলোর অনেকগুলোর দর আগের ১১ মাসে ৮ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত ১৯ কর্মদিবসে ১৪ দিনেই বেড়েছে প্রায় ৪৪৮ পয়েন্ট। তবে এই সময়ে সূচক ৫ দিন কমে ১৬৯ পয়েন্ট হারায়। বাজারে লেনদেনও বেড়ে গেছে দ্বিগুণের বেশি। ২৯ মে যেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৪৭ কোটি টাকা, ৩ জুলাই তা বেড়ে দাঁড়ায় ৫০৬ কোটি টাকায়।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পর বাজারে বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে এসেছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে হঠাৎ করে চাঙ্গাভাব দেখা দেয়। সরকার পতনের পর প্রথম চার কার্যদিবসে সূচক বেড়ে যায় ৭৮৬ পয়েন্ট। তবে বাজার নিয়ন্ত্রণকারী কারসাজি চক্রগুলো তখন থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ে।

পরবর্তীতে বৈশ্বিক পরিস্থিতি—বিশেষ করে একের পর এক যুদ্ধ, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বাড়তি শুল্ক আরোপ এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সুদের হার বৃদ্ধির কারণে বড় বিনিয়োগকারীরা পুঁজিবাজার ছেড়ে সঞ্চয়পত্র ও ট্রেজারিতে ঝুঁকে পড়েন। এতে বাজারে তারল্য সংকট তৈরি হয়, যার ফলে আস্থার সংকটও দেখা দেয়।

বর্তমানে বাজারে ধীরে ধীরে সেই আস্থার পুনরুদ্ধার হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন