রামুতে একসঙ্গে নিখোঁজ চার কিশোর, পরিবারের শঙ্কা মানবপাচার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হয়েছে চার কিশোর।
নিখোঁজদের পরিবারের সদস্যদের সন্দেহ, তারা কোনো মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছে।
নিখোঁজ কিশোরদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তারা সবাই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং ঘনিষ্ঠ আত্মীয়। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টার মধ্যে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ রোববার দুপুর পর্যন্তও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রথমে পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, কিশোরেরা হয়তো দল বেঁধে কোথাও বেড়াতে গেছে। তবে সারা রাত অপেক্ষার পরও তারা না ফেরায় এবং আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নিয়ে কোথাও না পেয়ে উদ্বেগ বাড়তে থাকে। পরে নিখোঁজ চার কিশোরের পরিবার শনিবার রামু থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং চার কিশোরকে উদ্ধারে অভিযান চলছে। তিনি আরও বলেন, “রাতের দিকে এক ব্যক্তি আমাদের তথ্য দেন যে, কিশোরেরা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি ঘরে থাকতে পারে। আমরা সে অনুযায়ী খোঁজ নিচ্ছি।”
এদিকে, নিখোঁজ এক কিশোরের মামা জানান, “প্রথমে আমরা ভেবেছিলাম ওরা হয়তো একসঙ্গে কোথাও গেছে। কিন্তু দুই দিন পেরিয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে তারা কোনো প্রতারণা বা পাচারচক্রের ফাঁদে পড়েছে।” তিনি আরও বলেন, কক্সবাজার ও চট্টগ্রামের আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের হদিস মেলেনি।
নিখোঁজ কিশোরদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
১২১ বার পড়া হয়েছে