সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ ক্লাবের আকাশে হঠাৎ বিমান, পাঠানো হয় এফ-১৬

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের সংরক্ষিত আকাশসীমায় একটি বেসরকারি ছোট বিমান প্রবেশ করলে, সেটিকে সরিয়ে দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

পরে এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়ে ওই বিমানটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD) জানিয়েছে, এটি ছিল ওই দিনেই পঞ্চমবারের মতো অননুমোদিত আকাশসীমা লঙ্ঘনের ঘটনা।

নোরাড এক বিবৃতিতে জানায়, “হেডবাট ম্যানুভার” নামে পরিচিত একটি কৌশল ব্যবহার করে এফ-১৬ যুদ্ধবিমান পাইলটের দৃষ্টি আকর্ষণ করে এবং এরপর বেসরকারি বিমানটিকে সংরক্ষিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়।

ট্রাম্পের বেডমিনস্টার ন্যাশনাল গলফ ক্লাবের আশপাশের আকাশসীমায় তখন নিরাপত্তাজনিত কারণে সাময়িক নিষেধাজ্ঞা জারি ছিল। কোনো উচ্চপদস্থ সরকার কর্মকর্তা বা সাবেক প্রেসিডেন্ট অবস্থান করলে সাধারণত এই ধরনের আকাশসীমা নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

এ ঘটনায় হোয়াইট হাউস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

নোরাড আরও জানায়, সম্প্রতি এমন অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। তাই তারা সাধারণ বিমানচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বিমান চলাচলের আগে সকল নোটিস টু এয়ার মিশন (NOTAM) খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন