মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের কেউ জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “মালয়েশিয়া সরকার যাদের ফেরত পাঠিয়েছে, তারা সবাই ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত এসেছেন। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। মালয়েশিয়ার পুলিশ যে অভিযোগ তুলেছে, সে বিষয়ে এখনো দেশটির সরকারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। আপনাদের (গণমাধ্যমের) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ মাসে কোনো ধরনের জঙ্গি-সংক্রান্ত তথ্য আপনারা দিতে পারেননি কারণ এখন জঙ্গি তৎপরতা নেই। আগে ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন, আমরা ব্যবস্থা নিয়েছি।”
তিনি আরও বলেন, সরকারের নজরদারি ও জনগণের সচেতনতা জঙ্গি দমনে বড় ভূমিকা রেখেছে।
১২৪ বার পড়া হয়েছে