সারাদেশ
পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রোববার (৬ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
আশুরায় বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি
রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রোববার (৬ জুলাই) সকাল থেকে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
একই সঙ্গে স্থবির হয়ে পড়েছে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও।
তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, সরকারি ছুটির কারণে আজ দিনভর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, আগামী সোমবার সকাল থেকে বন্দরটি পুনরায় চালু হবে এবং স্বাভাবিকভাবে বাণিজ্যিক কার্যক্রম চলবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো বিঘ্ন নেই। পাসপোর্ট যাচাই-বাছাই করে নিয়মিত যাত্রীদের পারাপারে সহযোগিতা করা হচ্ছে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর