জাতীয়
আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিন বিভাগে অতি ভারি বর্ষণের সম্ভাবনা, পাহাড়ধসের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে আবহাওয়াবিদ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর