বান্দরবানে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে। প্রথম পর্যায়ে বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি চালু করা হয়।
শনিবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের অংশ হিসেবে ৭ নম্বর ওয়ার্ডে সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেকুর রহমান জুয়েল, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
৬ নম্বর ওয়ার্ডের কার্যক্রম উদ্বোধন করেন জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য আবুল হাসেম, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ, কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
৩ নম্বর ওয়ার্ডে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ। সঙ্গে ছিলেন পৌর বিএনপির নেতা দেলোয়ার হোসেন মাস্টারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডে কার্যক্রমের সূচনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম এবং ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে বান্দরবানের অন্যান্য ওয়ার্ড ও ইউনিয়নেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।
১২৮ বার পড়া হয়েছে