সর্বশেষ

আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কঠোর সতর্কবার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্বজুড়ে উত্তেজনা যখন চরমে, তখন রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি একাধিক বক্তব্যে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত (বিশেষ করে ইসরায়েল-ইরান সংকট) আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক মোড়ে পৌঁছেছে।

পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (SPIEF) এক বক্তৃতায় পুতিন বলেন, “এখন অনেক সংঘাতের সম্ভাবনা রয়েছে। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছি। সব সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।” তিনি আরও বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি সমাধান না হয়, তাহলে তা বিশ্বব্যাপী সংঘাতে রূপ নিতে পারে। পুতিন পশ্চিমা আধিপত্যের সমালোচনা করে বলেন, “পশ্চিমা দেশগুলো রাশিয়ার নিরাপত্তা স্বার্থ উপেক্ষা করছে এবং ন্যাটো পূর্বদিকে সম্প্রসারণ করছে, যা নতুন সংকটের জন্ম দিচ্ছে”।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, “আমাদের রেড লাইন নিয়ে মজা করবেন না। তারা জানে এই সীমারেখা কোথায়।” তিনি বলেন, ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিলে এবং রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ল্যাভরভ আরও বলেন, পারমাণবিক ‘ডুমসডে ক্লক’ এখন আরও বেশি বিপজ্জনক অবস্থায় চলে এসেছে এবং বিশ্ব নিরাপত্তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে।

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন সামরিক হস্তক্ষেপ বা ইসরায়েলকে সরাসরি সহায়তা দিলে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং বৈশ্বিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন