৭ ম্যাচ পর জয়ের মুখ দেখল বাংলাদেশ

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেষ পর্যন্ত দীর্ঘ খরা কাটিয়ে ওয়ানডেতে জয় ফিরল বাংলাদেশের ঘরে।
প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা। জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, একাই শিকার করেছেন ৫ উইকেট।
আবারও ব্যাটিং ব্যর্থতা, তবে কাজের ফিফটি হৃদয়-ইমনের
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হারায় তানজিদ তামিমকে। এরপর ইমন ও শান্ত ৬৩ রানের জুটি গড়ে দলকে পথ দেখান। শান্ত ২১ রান করে ফিরলেও, ইমন খেলেন ৬৭ রানের দুর্দান্ত ইনিংস, যা ছিল তার প্রথম ওয়ানডে ফিফটি। এরপর তাওহীদ হৃদয় তুলে নেন ৫১ রানের ইনিংস। শেষ দিকে তানজিম সাকিবের ২১ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিওতে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৮ রান।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪টি উইকেট, হাসারাঙ্গা ৩টি।
তানভীরের ঘূর্ণি জাদু, শেষ রক্ষা করলেন মোস্তাফিজ
২৪৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। তানজিম সাকিবের বলে নিশাঙ্কা ফিরলে ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর মাঝের ওভারগুলোয় তানভীরের ঘূর্ণিতে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। তুলে নেন মাদুশকা, মেন্ডিস, ভেল্লালাগে, থিকশানা ও এক প্রান্তে জমে যাওয়া কামিন্দুর উইকেট।
তবে লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান, খেলেন ৭৮ রানের ঝড়ো ইনিংস। কিন্তু ২১ রান বাকি থাকতে মোস্তাফিজের বলে তিনি ফিরে গেলে ম্যাচ বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। এরপর চামিরাকে বোল্ড করে ম্যাচ শেষ করে দেন তানজিম।
শ্রীলঙ্কা অলআউট হয় ২৩২ রানে, ৭ বল বাকি থাকতে।
ম্যাচসেরা তানভীর, সমতায় সিরিজ
ওয়ানডেতে টানা ৭ ম্যাচ হারের পর এ জয় নিশ্চিতভাবেই স্বস্তির বাংলাদেশ শিবিরে। সিরিজে এখন ১-১ সমতা, সব নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। পাঁচ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।
১২৫ বার পড়া হয়েছে