৭-০ গোলে তুর্কমেনিস্তানকে উড়িয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৪:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আগেই এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার।
তবে পিটার বাটলারের শিষ্যরা ম্যাচটিকে পূর্ণ গুরুত্ব দিয়ে খেলে তুলে নিয়েছে দারুণ এক জয়—৭-০ ব্যবধানে।
মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের তৃতীয় মিনিটেই স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে পর্যুদস্ত করে তারা।
শামসুন্নাহার দুটি (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৮ ও ৪২ মিনিট), এবং তহুরা খাতুন (২০ মিনিট) গোল করে প্রথমার্ধেই ৭-০ ব্যবধান গড়ে দেন। দ্বিতীয়ার্ধে গোল না এলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই।
এই জয়ে সি গ্রুপ থেকে শতভাগ জয়ে (৯ পয়েন্ট) বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচে দলটি মোট ১৬ গোল করেছে এবং বিপক্ষে গোল হজম করেছে মাত্র একটি, সেটিও মিয়ানমারের বিপক্ষে।
গত দুই আসরের বাছাইপর্বে একটি জয়ও না পাওয়া বাংলাদেশ নারী দলের জন্য এবারকার সাফল্য তাই ঐতিহাসিক। বিশেষ করে র্যাংকিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে হারানোকে বড় অর্জন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
এর আগে গ্রুপের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হারায় স্বাগতিক মিয়ানমারকে। আজকের বড় জয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের আধিপত্য আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।
আগামীকাল দেশে ফিরছে বিজয়ী দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলটির দেশে ফেরার পর মধ্যরাতেই ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
১১২ বার পড়া হয়েছে