একশ রানের আগেই লঙ্কানদের ৪ উইকেট

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৩:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দুই দলের সংগ্রহ খুব বড় নয়, তবে উত্তেজনা ছড়াচ্ছে মাঠে। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুর ধাক্কা সামলাতে পারছে না।
রানের আগেই ৪ উইকেট হারিয়েছে তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ১০৪ রান। ৪২ বল ধরে কোনো বাউন্ডারি আসেনি লঙ্কানদের ব্যাট থেকে। এখনো জয়ের জন্য ১৮০ বলে ১৪৫ রান করতে হবে স্বাগতিকদের।
শুরুর ধাক্কাটা দিয়েছিলেন তানজিম হাসান সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কাকে (৫) এলবিডব্লিউ করে বাংলাদেশকে এনে দেন প্রথম সাফল্য। এরপর দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়লেও, স্পিনে বিপর্যস্ত হন তারা। তানভীর ইসলাম ফেরান মাদুশকাকে (১৭)।
পরের ওভারেই তানভীর এলবিডব্লিউ করেন হাফসেঞ্চুরি করা কুশল মেন্ডিসকেও। মাত্র ৩১ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন কুশল। ৭ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা।
এর আগে, ব্যাট হাতে লড়াই করে লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। ইনিংসের শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেন তানজিম হাসান সাকিব। ২১ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ ২৪৮ রানে নিয়ে যান তারা। মোস্তাফিজ একটি রানও করেননি।
বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই হারায় তানজিদ হাসান তামিমকে। ১১ বলে ৭ রান করে উইকেটরক্ষকের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি। এরপর শান্ত (১৪), মিরাজ (৯), শামীম (২২) – কেউই ইনিংস বড় করতে পারেননি।
তবে পারভেজ হোসেন ইমন খেলেছেন দারুণ এক ইনিংস। ৬৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন তিনি। হাসারাঙ্গার গুগলি বুঝতে না পেরে বোল্ড হন।
মাঝে জাকের আলী (২৪) ও তাওহিদ হৃদয় (৫১) ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। হৃদয় করেন ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি, তবে রানআউট হয়ে ফিরতে হয় তাকে।
শেষ দিকে হাসান মাহমুদ (০) ও তানভীর ইসলাম (৪) দ্রুত ফিরে গেলেও, তানজিম সাকিবের ঝড়ো ইনিংসে সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্ডো ৪টি উইকেট নেন ৩৫ রানে।
তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ এখন দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া। শুরুটা ভালো করায় আশায় বুক বাঁধছে টাইগার শিবির।
১০৮ বার পড়া হয়েছে