সারাদেশ
শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে জেলার সড়কগুলোতে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে পুরো জেলার পণ্য পরিবহন কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
সিলেট জেলায় চলছে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি
শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে জেলার সড়কগুলোতে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে পুরো জেলার পণ্য পরিবহন কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে এই ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষে সিলেট জুড়ে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধেরও ঘোষণা আসতে পারে।
তবে ধর্মঘটের সময় নিয়ে পাথর ব্যবসায়ী নেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
তাদের মতে, ছুটির দিন ও ধর্মীয় দিবস (যেমন আশুরা)-কে কেন্দ্র করে এমন ধর্মঘট অযৌক্তিক এবং ব্যবসার জন্য ক্ষতিকর।
গত ২ জুলাই সিলেট শহরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
১২৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর