সর্বশেষ

জাতীয়

ভারি বৃষ্টির সম্ভাবনা, নদ-নদীর পানি বাড়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার একদিনের সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, বৃষ্টির প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে নদ-নদীর পানি বাড়তে পারে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারি বর্ষণের ফলে দেশের প্রধান নদ-নদীর পানি আগামী কয়েকদিনে বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, কুশিয়ারা, সাঙ্গু ও গঙ্গা নদীর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের শনিবারের বুলেটিনে বলা হয়েছে, তিস্তা নদীর পানি বাড়ছে এবং এ প্রবণতা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এতে নীলফামারী, রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে তিস্তা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। তবে পরবর্তী দুই দিনে পানি হ্রাস পেতে পারে।

সুরমা নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এই দুটি নদীর পানি সিলেট জেলায় সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

চট্টগ্রাম বিভাগের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও বাড়ছে, তবে হালদা নদীর পানি কমছে। এই তিনটি নদীর পানি আগামী তিনদিন বাড়তে পারে, তবে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ বর্তমানে স্থিতিশীল এবং যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবারও যমুনা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে, যদিও তা বিপৎসীমার নিচেই থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

গঙ্গা নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও পরবর্তী চারদিনে তা বাড়তে পারে। পদ্মা নদীর পানি বর্তমানে কমছে এবং আগামী দুইদিন এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর তিনদিন পদ্মার পানি স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সারাদেশে আগামী এক সপ্তাহ কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন