প্যালেস্টাইন অ্যাকশন যুক্তরাজ্যে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষিত

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যের পার্লামেন্টে ৩ জুলাই অনুষ্ঠিত ভোটাভুটিতে প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিলটি হাউজ অব কমন্সে ৩৮৫-২৬ ভোটে পাস হয় এবং উচ্চকক্ষে অনুমোদনের পর শুক্রবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আদালতে শেষ মুহূর্তের আপিল ব্যর্থ হওয়ায় সংগঠনটির সদস্যপদ গ্রহণ, সমর্থন, অর্থ সংগ্রহ কিংবা প্রতীক ব্যবহার এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
প্যালেস্টাইন অ্যাকশন ২০২০ সাল থেকে যুক্তরাজ্যে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক এলবিট সিস্টেমসসহ একাধিক ডিফেন্স প্রতিষ্ঠানে হামলা, অবরোধ, রঙ ছিটানো ও ভাঙচুরের মতো সরাসরি কর্মসূচি চালিয়ে আসছে। সম্প্রতি, জুন মাসে সংগঠনটির কর্মীরা ওক্সফোর্ডশায়ারের আরএএফ ব্রাইস নর্টন সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুটি সামরিক বিমানে লাল রঙ ছিটিয়ে কয়েক মিলিয়ন পাউন্ড ক্ষতি করে। এছাড়া, ২০২২ সালে এলবিট সিস্টেমসের ওল্ডহ্যাম কারখানা বন্ধে ভূমিকা রাখার দাবি করেছে সংগঠনটি।
সরকার বলছে, প্যালেস্টাইন অ্যাকশন বারবার সহিংস ও আক্রমণাত্মক পদ্ধতিতে রাষ্ট্র ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, যা সন্ত্রাসবাদের সংজ্ঞা পূরণ করে। তবে সংগঠনটি ও তাদের সমর্থকরা দাবি করছেন, তারা নাগরিক অবাধ্যতা ও অসহিংস প্রতিবাদের মাধ্যমে যুক্তরাজ্যের অস্ত্র শিল্পের মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্ব ও যুদ্ধের বিরোধিতা করছে।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের স্বাধীনতার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন। নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে আদালত চত্বরে শতাধিক মানুষ বিক্ষোভ করেছেন।
১৩০ বার পড়া হয়েছে