সর্বশেষ

আন্তর্জাতিক

নিউ ইয়র্ক মেয়র প্রার্থী নির্বাচনে মামদানির প্রাইমারিতে জয়, মোদী-সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রাইমারিতে ৩৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির জয় মোদী-সমর্থক ও হিন্দু ডানপন্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি তাঁর ধর্মীয় পরিচয়, মোদী-বিরোধী অবস্থান এবং প্রো-প্যালেস্টাইন অ্যাক্টিভিজমের জন্য প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, মামদানির জয় যুক্তরাষ্ট্র ও ভারত—দুই দেশেই ধর্ম, পরিচয় ও রাজনীতির সংযোগকে নতুন মাত্রা দিয়েছে। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ এসেছে হিন্দু ডানপন্থী ও মোদী-সমর্থক মহল থেকে, যারা তাঁকে “অ্যান্টি-হিন্দু” ও “ভারতবিরোধী” হিসেবে চিহ্নিত করছেন। মামদানি প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “যুদ্ধাপরাধী” বলে অভিহিত করেছেন এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রসঙ্গে তাঁকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তুলনা করেছেন। এসব মন্তব্য ভারত ও প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

মামদানির বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে লক্ষ্য করে নানা বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে ‘জিহাদি মেয়র’ বলে আক্রমণ করেছেন এবং নিউ ইয়র্কে মুসলিম নেতৃত্ব নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন। আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রতিক্রিয়া শুধু মামদানি ব্যক্তিকে নয়, বরং যুক্তরাষ্ট্রে মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধেও একটি বৃহত্তর আক্রমণের অংশ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন