শান্ত ফিরে গেলেন, অন্যদিকে ৪৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ইমন

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রথম ওয়ানডে হারের পর বাংলাদেশ ড্রেসিংরুমে পরিকল্পনা ছিল যেই ব্যাটার উইকেটে সেট হবেন, তাঁকেই ইনিংস বড় করতে হবে।
কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
প্রথমদিকে কিছুটা স্থিরতা দেখালেও ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি ব্যাটার। মাত্র ১৯ বল খেলে ১৪ রানে থেমে যান তিনি। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে লং অন দিয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছাকাছি মাহিশ থিকশানার হাতে ধরা পড়েন শান্ত।
তবে শান্ত আউট হলেও অপরপ্রান্তে দৃঢ়তায় এগোচ্ছেন পারভেজ হোসেন ইমন। ৪৬ বল খেলে তুলে নিয়েছেন তাঁর ফিফটি। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন এই তরুণ বাঁহাতি ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। ইমন অপরাজিত রয়েছেন ৫২ রানে, তাঁর সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয় (৩*)।
এর আগে, শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচ বাংলাদেশের জন্য কার্যত 'ডু অর ডাই'।
প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬২ রান করা তানজিদ হাসান তামিম দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে ১১ বল খেলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আসিথা ফার্নান্দোর এক স্লো ডেলিভারিতে কভারে খেলার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় কিপার কুশল মেন্ডিসের গ্লাভসে।
দলীয় স্কোর তখন ১০ রান। এরপর শান্তর বিদায়ে দ্রুত দুই উইকেট হারালেও ইমনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
১৩২ বার পড়া হয়েছে