সর্বশেষ

জাতীয়

মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি, তদন্তে সহযোগিতার আশ্বাস বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৬ বাংলাদেশির বিষয়ে তদন্তে দেশটিকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।

অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলমান আইনি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি ৩৬ জন বাংলাদেশিকে উগ্রপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে। এ বিষয়ে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে কাজ করছে।

এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রয়োজনে কনস্যুলার সহায়তা দেওয়া হবে এবং তাঁদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান কঠোর এবং এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন