ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে সিটি ব্যাংকের এএমএল সম্মেলন

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিটি ব্যাংক সম্প্রতি তাদের শাখা পর্যায়ের অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) কমপ্লায়েন্স অফিসারদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে।
ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন ব্যাংকের সব শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (৫ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এএফএম শাহিনুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে বক্তারা আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে অর্থপাচার প্রতিরোধে কমপ্লায়েন্স নীতিমালার গুরুত্ব এবং আর্থিক অপরাধ প্রতিরোধে করণীয় বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন।
সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করে কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে দেশের আর্থিক খাত নিরাপদ ও স্বচ্ছ থাকে।
১২৩ বার পড়া হয়েছে