সর্বশেষ

জাতীয়

'সাংবাদিকতার ১৫ বছরের তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধান চায় সরকার'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতার ওপর জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একই সঙ্গে তিনি সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণেরও প্রস্তাব দেন।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “বিগত সরকার আমলে দেশের গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করত। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার সাংবাদিকতা স্বাধীন করার চেষ্টা চালাচ্ছে। এখন আর কোনও সংস্থা বা কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে ভয়ভীতি দেখাতে পারছে না।”

তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। এমনকি যেসব সংস্থা বা কর্তৃপক্ষ আগে হস্তক্ষেপ করত, তাদের নিয়ন্ত্রণে আনতেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় অংশ নেওয়া সাংবাদিকরা সম্প্রচার মাধ্যমের জন্য একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান। এছাড়া, পেশায় সাংবাদিক হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আলাদা বেতন কাঠামো প্রণয়নের বিষয়েও জোর দেন তাঁরা।

তাঁরা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই—এ নিয়ে হতাশা ও প্রশ্ন তোলেন তারা।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন