'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচন করতে পারবেন না'

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত কেউ দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা না গেলেও, আওয়ামী লীগের সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত, তাদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে।"
রাজনীতিতে বিরোধ থাকা স্বাভাবিক হলেও, বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল একত্রিত বলেও মন্তব্য করেন তিনি।
‘মব জাস্টিস’ বা জনরোষ নিয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি বিচার বিভাগের ওপর অনাস্থা নয়। বরং গত ১৭ বছরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এ ধরনের ক্রোধ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে মো. আসাদুজ্জামান বলেন, “আবু সাইদ কোনো রাজনৈতিক দলের ব্যক্তি ছিলেন না। জুলাইয়ের শহীদরাও কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করতেন না। তারা ছিলেন সাধারণ নাগরিক, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল দেশের সুশাসন প্রতিষ্ঠা। আজকের বাংলাদেশেও ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।”
১২৫ বার পড়া হয়েছে