সর্বশেষ

জাতীয়

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুশফিকুর রহমান নান্নু (৫৮) নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।

শনিবার (৫ জুলাই) তার ছোট ভাই মো. জিয়াউর রহমান খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিয়াউর রহমান জানান, শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে মুশফিকুর রহমান নামাজের উদ্দেশে বাসা থেকে বের হন। তবে পাশের মসজিদে না গিয়ে তাকে রিকশায় উঠতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি মোবাইল ফোনও সঙ্গে নেননি।

অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তদন্তে নেমেছে পুলিশ
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন রাসেল বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি রিকশায় করে খিলক্ষেত বাজারের দিকে যাচ্ছেন। এরপর বাজার ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন