সর্বশেষ

সাহিত্য

আষাঢ়ের বৃষ্টি

বিপুল চন্দ্র রায়
বিপুল চন্দ্র রায়

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আকাশে ঘন কালো মেঘে ঢাকা,
গুরু গুরু মেঘের ডাক হাঁকে।

বিদ্যুতের চমকে ঝলকে ওঠে আলো,
ভেসে আসে বৃষ্টির মিষ্টি গান।

 

পাতায় পাতায় জলকণা গাছের স্নান ,
মাটির সোঁদা গন্ধে ভরে ওঠে মন।

 

শিশির ভেজা ঘাসফড়িংয়েরা নাচে,
নতুন প্রাণের ছোঁয়া যেন সবখানে।

 

শহরের কংক্রিটে, গ্রামের সবুজ মাঠে,
বৃষ্টির ছন্দে যেন সব বাঁধা পড়ে।

 

নতুন এক সুর বাজে প্রকৃতির বীণায়,
আষাঢ়ের বৃষ্টিতে ধরণী জুড়ায়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন