সর্বশেষ

সারাদেশ

শাহ আমানত বিমানবন্দরে রানওয়ে বন্ধ, বিলম্বিত ৪ ফ্লাইট

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে বন্ধ থাকায় চারটি ফ্লাইট নির্ধারিত সময়ে ওঠানামা করতে পারেনি।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে রানওয়ে দুই ঘণ্টা বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি-১৩৮’ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে ছিল প্রায় দুই ঘণ্টা। এর ফলে ওই সময়ের মধ্যে সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "রানওয়ে বন্ধ থাকায় বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে গেছে বা এখনও আসেনি।"

বিলম্বিত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে:
সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট (OV-402), যা প্রায় ৩ ঘণ্টা ৮ মিনিট বিলম্বে সকাল ১১টা ৫৩ মিনিটে ছেড়ে যায়।

বাংলাদেশ বিমানের ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট (BG-612) ৪৭ মিনিট দেরিতে সকাল ৯টা ৫৭ মিনিটে উড্ডয়ন করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে আসা ফ্লাইট (BS-105) ও এয়ার আস্ট্রার আরেকটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারেনি।
ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়, তবে দুপুরের পর থেকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন