সর্বশেষ

জাতীয়

শীর্ষ সন্ত্রাসীর ছদ্মবেশে ফোন করে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শীর্ষ সন্ত্রাসী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর মিরপুর ও পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—আবদুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), নাসিম হাসান ওরফে লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

পুলিশ জানায়, এ চক্রটি নিজেদের কখনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শাহাদাত’ পরিচয়ে পরিচয় দিত। ফোন করে নানা ধরনের হুমকি ও ভীতিকর পরিস্থিতি তৈরি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত। কেউ কেউ প্রতারণার ফাঁদে পড়ে বড় অঙ্কের অর্থ হারিয়েছেন বলেও জানা গেছে।

ডিবির মতিঝিল বিভাগের অভিযানে প্রথমে মিরপুরের মধ্য পাইকপাড়া থেকে মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পল্লবী এলাকা থেকে নাসিম এবং গাজীপুরের গাছা থেকে ইলিয়াসকে আটক করা হয়।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিমকার্ড, ২টি ল্যাপটপ, ১টি ট্যাব, ৮টি বিভিন্ন ব্যক্তির নামের সিল, ৫টি ভুয়া পরিচয়পত্র এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই তারা এ ধরনের প্রতারণা চালিয়ে আসছে। নানা পরিচয় ব্যবহার করে গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষকে টার্গেট করে তারা ফোন করত এবং একাধিক মোবাইল ও সিম কার্ড ব্যবহার করে অবস্থান গোপন রাখত।

ডিবি জানিয়েছে, এ চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এদের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন