জাতীয়
সারাদেশে ধারাবাহিক অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতারকরেছে পুলিশ।
২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৪৮৭

স্টাফ রিপোর্টার
শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশে ধারাবাহিক অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতারকরেছে পুলিশ।
বৃহস্পতিবার এক খুদে বার্তায় পুলিশের সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
সেখানে জানানো হয়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ১৫ জনকে গ্রেপ্তারি পরোয়ানা ও চলমান মামলার ভিত্তিতে আটক করা হয়। একই সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪৭২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে সাতটি আগ্নেয়াস্ত্র, ছয়টি ধারালো অস্ত্র, একটি লোহার সাইকেলের চেইন (যার হাতল স্টিলের তৈরি), একটি ম্যাগাজিন এবং ৩২টি গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৪৩৩ জনকে গ্রেফতার করেছিল।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর