সর্বশেষ

সারাদেশ

ফকিরহাটে শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ ডাকাতি, কোটি টাকার কাঁচামাল লুট

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় টাউন-নওয়াপাড়া মহাসড়কসংলগ্ন হ্যামকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’-এ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের বেঁধে রেখে কারখানার গুদাম থেকে প্রায় এক কোটি টাকার কাঁচামাল লুট করে নিয়ে যায়।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে ১৫–২০ জনের একটি দল দেশীয় অস্ত্র হাতে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা ৭ নিরাপত্তা প্রহরী ও ৪ শ্রমিককে বেঁধে ফেলে এবং প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার ও ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তোলে। এসব মালামাল কারখানায় কাঁচামাল হিসেবে সংরক্ষিত ছিল।

হ্যামকো গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় প্রবেশ করে এবং প্রায় ৮ ঘণ্টা অবস্থান শেষে ভোর ৪টার দিকে ট্রাকভর্তি মালামাল নিয়ে স্থান ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে শনিবার (৫ জুলাই) ভোরে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি রাজ্জাক মীর জানান, সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে কাঁচামাল লুট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন