সর্বশেষ

সারাদেশ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাটাবাড়ি জঙ্গল থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে হাতিটি।

শনিবার (৫ জুলাই) সকালে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর নেতৃত্বে বন বিভাগের একটি দল মৃত হাতিটির সন্ধান পায়। হাতিটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর এবং এটি পুরুষ হাতি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণ ঠেকাতে স্থানীয়রা ফসলি জমি ও ঘরবাড়ির আশপাশে বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছেন। এই বৈদ্যুতিক তারের কারণে হাতির দল সাধারণত আলো দেখে ভয়ে ওইসব এলাকায় প্রবেশ করে না। তবে শুক্রবার রাতে নাকুগাঁও সীমান্ত পেরিয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮-১০টি হাতির একটি দল প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, ওই সময়ের কোনো এক পর্যায়ে একটি হাতি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।

রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, "হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন