সারাদেশ

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে তরুণ কৃষক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৮) নামের এক তরুণ কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদেক হোসেন স্থানীয় আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আলী জানান, সম্প্রতি পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে একটি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে এক পর্যায়ে একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে।

তিনি আরও জানান, হাতির আক্রমণে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শনিবার সকালে তার লাশ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন