সর্বশেষ

আন্তর্জাতিক

রোমে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৪৫

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় প্রেনেস্তিনো এলাকায় একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আহতদের মধ্যে রয়েছেন ১২ জন পুলিশ সদস্য এবং ৬ জন দমকলকর্মী।

ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৮টার কিছু পর, একটি শ্রমজীবী এলাকায় অবস্থিত পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহকারী স্টেশনে। বিস্ফোরণের শব্দ পুরো রাজধানীজুড়ে শোনা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোমা টুডে ওয়েবসাইটে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, আগুন ও ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর ছবিতে বিস্ফোরণে পেট্রোল পাম্পটির প্রায় সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ স্পষ্ট দেখা যাচ্ছে।

স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক—তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তা দিতে হচ্ছে।

রোমের মেয়র রবের্তো গুয়েলতিয়েরি ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ট্যাংকে জ্বালানি ভরার সময় এক দুর্ঘটনার ফলে গ্যাস লিক হয় বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আগুন এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইতালির গণমাধ্যমগুলোর দাবি, একটি ট্রাক ওই পেট্রোল পাম্পের পাইপলাইনে ধাক্কা দেওয়ার পর পরই ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

পেট্রোল পাম্পের বিপরীত পাশে একটি স্পোর্টস সেন্টারে চলমান গ্রীষ্মকালীন ক্যাম্পে শিশুদের রাখা হয়েছিল। তবে বিস্ফোরণের আগে দ্রুত ক্যাম্পটি খালি করে ফেলা হয়। সেন্টারের এক মুখপাত্র জানিয়েছেন, তত্ত্বাবধানে থাকা পাঁচ শিশুই নিরাপদে পরিবারের কাছে ফিরে গেছে।

ঘটনাস্থলে ‘এনি’ ব্র্যান্ডের লোগো দেখা গেলেও, ইতালির জ্বালানি সংস্থা এনি জানিয়েছে, সংশ্লিষ্ট পাম্পটি তাদের মালিকানাধীন নয়।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরেও ফ্লোরেন্সের কাছে এনি’র একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন।
 

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন