সর্বশেষ

আন্তর্জাতিক

তুরস্কে দাবানলে জড়িত সন্দেহে গ্রেফতার ১০ জন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের পশ্চিম উপকূলীয় প্রদেশ ইজমিরে এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটছে, যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় কমপক্ষে দুজনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া শুক্রবার (৪ জুলাই) জানান, দাবানলের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল নেভাতে অগ্নিনির্বাপকরা বিমান ও হেলিকপ্টার ব্যবহার করছে। দেশের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, শুক্রবারের মধ্যে দশটি দাবানলের মধ্যে নয়টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে দক্ষিণ-পূর্ব হাতায় প্রদেশে আগুন নেভানোর কাজ এখনও চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ জুন থেকে শুরু হওয়া মোট ৬৫টি অগ্নিকাণ্ডের মধ্যে অনেকটি বনাঞ্চলে ওয়েল্ডিং কাজ, কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ত্রুটি এবং বাগানের বর্জ্য পোড়ানোর কারণে ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া আরও জানান, দাবানলের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে ১০ জন গ্রেফতার করা হয়েছে এবং আরও ১৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন