সর্বশেষ

জাতীয়

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।’



আশফাক কাদেরী আরও জানান, প্রায় এক মাস আগে বাসার ভেতরে পড়ে গিয়ে আহত হয়েছিলেন শামসুল হুদা। সে ঘটনার পর থেকেই তাঁর চিকিৎসা চলছিল।

এটিএম শামসুল হুদা ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০০৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন