সর্বশেষ

বিনোদন

সালমান খানের নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত-চীন সীমান্ত সংঘর্ষের বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’।

টিজার পোস্টারেই ধরা দিলেন নতুন এক রূপে কাঁধে কাঁটাতার জড়ানো অস্ত্র, কপাল ফেটে রক্তাক্ত চেহারা, চোখে আগুনঝরা প্রতিশোধের আভা। এই লুকেই বলিউডে ফিরছেন ‘ভাইজান’ সালমান।

সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া, যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-র মতো অ্যাকশন-থ্রিলার বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘিরেই সাজানো হচ্ছে এই ছবির গল্প।

সালমানের ভিন্নধর্মী চরিত্র
সালমান এবার এক সাহসী ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতায় ঘেরা এই চরিত্র তাকে বলিউডে আগের চেয়ে আরও সিরিয়াস এবং দায়িত্বশীল রূপে তুলে ধরবে বলে ধারণা করছেন অনেকে।

পরিচালক অপূর্ব সম্প্রতি ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ বইয়ের স্বত্ব কিনেছেন, যার অনেক অংশই সিনেমার কাহিনির সঙ্গে মিলে যায়। চিত্রনাট্য শুনেই সালমান খান এতে অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন।

মুক্তির প্রস্তুতি ও প্রত্যাশা
সিনেমার শুটিং শুরু হবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে। ইতোমধ্যে টিজার পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকে বলছেন, দেশপ্রেম আর অ্যাকশন মিলিয়ে এটি হতে যাচ্ছে সালমানের ক্যারিয়ারের অন্যতম সফল প্রজেক্ট।

সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা এতটাই উঁচুতে যে বিশ্লেষকরা বলছেন, “এই ছবির আয় ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে যেতে পারে।”

গালওয়ান সংঘর্ষ: বাস্তব ইতিহাস
২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটি ছিল এক ভয়াবহ মোড়। নির্মাতা অপূর্ব লাখিয়া সেই সংঘর্ষ ও সীমান্তের বাস্তবতা বড় পর্দায় তুলে আনতেই বেছে নিয়েছেন সালমান খানকে।

অতীত ব্যর্থতা, ভবিষ্যতের আশাবাদ
গত বছর সালমানের ‘সিকান্দার’ সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার দেশপ্রেমের আবহে তৈরি এই নতুন প্রজেক্ট তাকে বক্স অফিসে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন