ভোমরা স্থলবন্দরে আমদানি কমলেও রপ্তানি ও রাজস্বে ঊর্ধ্বগতি

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে আমদানির তুলনায় রপ্তানি বেড়েছে। একই সঙ্গে রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ভোমরা কাস্টমস স্টেশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রাজস্ব আয়ে প্রায় ৮.৫ শতাংশ এবং রপ্তানিতে ১০.২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবছরে (২০২৪-২৫) ৫৯ হাজার ৬৯৩টি গাড়িতে প্রায় ৮ হাজার ৭৫ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। এ থেকে রাজস্ব আয় হয়েছে ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা। আর গত অর্থবছরে (২০২৩-২৪) ৬৩ হাজার ৯০২টি গাড়িতে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল প্রায় ৬ হাজার ৪৭৯ কোটি টাকা, যা থেকে আয় হয়েছিল ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা।
অন্যদিকে, রপ্তানিতেও দেখা গেছে ইতিবাচক প্রবৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবছরে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। যেখানে গত অর্থবছরে রপ্তানি হয়েছিল ২৪ হাজার ৫৮০টি গাড়িতে ৩ হাজার ৯০ কোটি টাকা মূল্যের ২ লাখ ৭৪ হাজার ১১০ মেট্রিক টন পণ্য।
রাজস্ব আয়ের দিক দিয়েও বড় সাফল্য এসেছে। ভোমরা শুল্ক স্টেশন থেকে গত অর্থবছরে আয় ছিল ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা, যা চলতি অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকায়। অর্থাৎ, অতিরিক্ত রাজস্ব এসেছে ৯২ কোটি ২৪ লাখ টাকা।
ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, “ভোমরা একটি অত্যন্ত সম্ভাবনাময় স্থলবন্দর। ভবিষ্যতে এখানে আমদানি-রপ্তানিসহ রাজস্ব আয়ে আরও ইতিবাচক প্রবৃদ্ধি আশা করা যায়।”
১২৩ বার পড়া হয়েছে