সারা দেশে আজও বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় বৃষ্টিপাত হয়েছে। কোথাও হালকা, কোথাও ভারী আবার কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।
রংপুর বিভাগের কয়েকটি অঞ্চল ছাড়া বৃষ্টি হয়েছে সব বিভাগেই। আবহাওয়া অফিস জানিয়েছে, এ প্রবণতা আজ শনিবারও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর ফলে আজ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আবহাওয়ার গত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত), দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, ১২১ মিলিমিটার, যা ‘অতি ভারী’ বৃষ্টির মধ্যে পড়ে। এছাড়া:
মোংলায় বৃষ্টি হয়েছে ৭২ মিলিমিটার
সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৫৯ মিলিমিটার ও তাড়াশে ৪৫ মিলিমিটার
কক্সবাজারের কুতুবদিয়ায় ৫৮ মিলিমিটার, টেকনাফে ৫৭ মিলিমিটার
যশোরে ৫০ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ৪৮ মিলিমিটার ও খুলনায় ৪৪ মিলিমিটার
রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার
রংপুর বিভাগের তেঁতুলিয়ায় মাত্র ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, বাকি জেলাগুলো ছিল শুষ্ক।
তাপমাত্রার দিক থেকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয় রংপুর, ডিমলা (নীলফামারী) এবং সিলেটে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
১২২ বার পড়া হয়েছে