সারাদেশ

একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, সুস্থ আছেন মা ও নবজাতকরা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামে এক গৃহবধূ।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে জন্ম হয় তিন নবজাতকের। মা ও শিশুরা সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা খন্দকার সজিব হাসানের স্ত্রী। তিন বছর আগে তাদের বিয়ে হয়। এই প্রথমবারই মা হয়েছেন তিনি, তাও একসঙ্গে তিন সন্তানের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আলপনা খানম অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শিকদার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. স্বরুপ গোলদার ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. পান্থ বিশ্বাসের তত্ত্বাবধানে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।

আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, বিয়ের তিন বছর পর একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমরা পরিবারসহ খুব খুশি। আমাদের সন্তানদের জন্য সবার দোয়া চাই।”

শিকদার হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম মোল্যা বলেন, “রোগী ভর্তির পর থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছেন।”

গাইনি সার্জন ডা. স্বরুপ গোলদার জানান, “আলপনা খানম আগে থেকেই আমার নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন। শুক্রবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে সবাই ভালো আছেন।”

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন