সর্বশেষ

আন্তর্জাতিক

বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান শাসিত আফগান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান-শাসিত আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল মস্কো।

বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান হাসানের পরিচয়পত্র গ্রহণ করেছে, যা স্বীকৃতির প্রতীক।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতার পথ সুগম করবে।” রাশিয়া বিশেষভাবে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং মাদক অপরাধ দমনে আফগানিস্তানকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে মস্কো।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে “সাহসী পদক্ষেপ” বলে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন, “আল্লাহর ইচ্ছায়, এটি অন্য দেশগুলোর জন্যও দৃষ্টান্ত হবে”।

তালেবান ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রত্যাহারের সুযোগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবান সরকারের মানবাধিকার পরিস্থিতি, বিশেষত নারীদের অধিকার খর্বের কারণে স্বীকৃতি দেয়নি। যদিও চীন, সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন