সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ স্থগিত, IAEA টিম প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরান সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা (IAEA)-এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত ঘোষণা করার পর সংস্থার শেষ পর্যবেক্ষক দল দেশটি ছেড়ে গেছে।

ফলে, দুই দশকেরও বেশি সময় পর ইরানে আর কোনো আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক থাকছে না।

IAEA এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পর্যবেক্ষক দল নিরাপদে তেহরান ত্যাগ করেছে এবং সংস্থার সদর দপ্তর ভিয়েনায় ফিরে গেছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সদ্য স্বাক্ষরিত এক আইনে IAEA’র সঙ্গে সব ধরনের তথ্য ও সহযোগিতা বন্ধের নির্দেশ দেন। ইরান সরকারের দাবি, পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলার পর তাদের বিজ্ঞানী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় শতাধিক মানুষ নিহত হন। ইরান অভিযোগ করেছে, IAEA’র দেওয়া তথ্য ব্যবহার করেই এসব হামলা হয়েছে এবং সংস্থাটি হামলার নিন্দা জানায়নি।

IAEA’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, “ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা দ্রুত আলোচনার মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানাচ্ছি।”

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ পুরোপুরি অন্ধকারে পড়ে গেল। এতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালে IAEA ইরানে প্রায় ৫০০টি পরিদর্শন পরিচালনা করেছিল। এখন থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া অনিশ্চিত হয়ে পড়ল।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন