ইসরায়েল গাজায় হিরোশিমার পারমাণবিক বোমার চেয়ে ছয় গুণ বোমা ফেলেছে

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় যে মাত্রায় বোমা ও বিস্ফোরক ব্যবহার করেছে, তা ইতিহাসে নজিরবিহীন।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে উপস্থাপিত সর্বশেষ প্রতিবেদনে জানান, গত ২০ মাসে গাজায় ইসরায়েল ৮৫ হাজার টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে, যা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী।
আলবানিজ বলেন, “গাজাকে ধ্বংস করতে ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করেছে বিভিন্ন অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি। এই যুদ্ধকে তারা মুনাফার উৎসে পরিণত করেছে।” তিনি আরও জানান, গাজার জনগণকে হত্যা অথবা পালাতে বাধ্য করার জন্য এই বিপুল বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আগ্রাসনে ৫৭ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৩৪ হাজারের বেশি আহত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই ১১৮ জন নিহত এবং ৫৮১ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত আরও বলেন, “গাজা এখন ইসরাইলি সামরিক-শিল্প কমপ্লেক্সের জন্য একটি আদর্শ পরীক্ষাগারে পরিণত হয়েছে। নতুন অস্ত্র, ড্রোন, নজরদারি ও রাডার সিস্টেম পরীক্ষা করা হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে”।
বিশ্লেষকরা বলছেন, আধুনিক ইতিহাসে এতো দ্রুত ও ব্যাপক ধ্বংসাত্মক বোমাবর্ষণের নজির নেই। গাজার অবকাঠামো, কৃষিজমি, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে, যা দীর্ঘমেয়াদি পরিবেশগত ও মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
১৫০ বার পড়া হয়েছে