সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুলাই) ভোর পাঁচটার দিকে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানান, খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাতটার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

স্থানীয়রা জানান, বাজারের বড় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের দোকানিরা দৌঁড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুন মুহূর্তেই বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে মুদি, মনোহরী, প্লাস্টিক ও ইলেকট্রনিক্সসহ প্রায় ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে অন্তত ১৩টি স্বর্ণের দোকান। তারা ধারণা করছেন, কয়েক কোটি টাকার সম্পদ আগুনে ভস্মীভূত হয়েছে।

কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, একটি স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, "দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।"

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন