সর্বশেষ

অর্থনীতি

বিকডার নতুন সভাপতি খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।

সংগঠনের সদ্য অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে তিনি সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ বেসরকারি কনটেইনার ডিপো, কেডিএস লজিস্টিকস লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি।

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব জানান, সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে খলিলুর রহমান সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সংগঠন সূত্রে জানা গেছে, খলিলুর রহমানের পূর্বসূরি ছিলেন নুরুল কাইয়ুম খান। দীর্ঘদিন ধরে বিকডার নেতৃত্বে থাকা এ প্রবীণ ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে গত ১৫ জুন সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তিনি বিকডার প্রতিষ্ঠালগ্ন থেকে নেতৃত্বে ছিলেন এবং পূর্ববর্তী সংগঠন প্রাইভেট ইনল্যান্ড কনটেইনার ডিপো-ওনার্স অ্যাসোসিয়েশনের (পিকডা) সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন