সাবেক এমপি ও ক্রিকেট অধিনায়ক দুর্জয়ের ৪ দিনের রিমান্ড

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে, দুপুরে দুর্জয়কে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়মসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সংসদেও তিনি একই আসনের প্রতিনিধিত্ব করেন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক এবং পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।
১০৯ বার পড়া হয়েছে