সর্বশেষ

জাতীয়

গুমে জড়িত হলে সেনা সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সেনা সদর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে থাকা সেনা সদস্যদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

তবে এসব অভিযোগ তদন্তাধীন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “সেনা সদস্যদের ডেপুটেশনে পাঠালেও তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই থাকেন। কিছু অভিযোগ উঠেছে—তদন্তে যদি কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবারদের উদ্দেশে কর্নেল শফিকুল বলেন, “যদি কেউ নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর সহযোগিতা চান, তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করব।”

নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা পেলে সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।”

সম্প্রতি কয়েকটি থানায় অস্ত্র লুটের ঘটনায় কর্নেল শফিকুল জানান, “লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলোও নির্বাচনের আগেই উদ্ধারের আশাবাদ ব্যক্ত করছি।”

কিশোর গ্যাং দমনে সেনাবাহিনীর পদক্ষেপ তুলে ধরে কর্নেল শফিকুল বলেন, “ইতোমধ্যে ৪০০ জনেরও বেশি কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অলিগলিতে সেনাবাহিনীর উপস্থিতি না থাকলেও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

তিনি জানান, গত দুই সপ্তাহে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৬টি অবৈধ অস্ত্র ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ বছরের আগস্ট থেকে এ পর্যন্ত ৯ হাজার ৬৯২টি অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত ৫৬২ জনসহ মোট ১৫ হাজার ৬৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন