সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র্যাবের অভিযানে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
দৌলতপুরে র্যাবের অভিযানে ওয়ান শুটারগান উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র্যাবের অভিযানে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
র্যাব জানায়, কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লারদর্গা-তারাগুনিয়া সড়কের উত্তর পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ওয়ান শুটারগানটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর