সর্বশেষ

আন্তর্জাতিক

এবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ প্রধানের পদত্যাগের দাবি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “অনেক দেরি হয়ে গেছে, অবিলম্বে পদত্যাগ করা উচিত।” ওই পোস্টে তিনি একটি সংবাদ লিংকও যুক্ত করেন, যেখানে ফেডারেল রিজার্ভের সদর দপ্তরের ব্যয় ও সংস্কার সংক্রান্ত বিষয়ে পাওয়েলের দেওয়া সাক্ষ্যের তদন্ত দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময়ই পাওয়েলকে নিয়োগ দেওয়া হয় ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে সুদের হার কমানোর বিষয়ে ফেডের অবস্থান নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে আসছেন।

এদিকে, ফেডারেল হাউজিং ফিন্যান্স এজেন্সির (FHFA) পরিচালক বিল পুলটি কংগ্রেসের কাছে দাবি জানিয়েছেন, জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্ত করা হোক। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পুলটি বলেন, “চেয়ারম্যান পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত এবং সিনেটে দেওয়া বিভ্রান্তিকর সাক্ষ্যের জন্য তাঁকে অপসারণের যথেষ্ট কারণ রয়েছে।”

গত সপ্তাহে সিনেটে দেওয়া বক্তব্যে পাওয়েল বলেন, ফেডারেল রিজার্ভ সদর দপ্তরের ব্যয় ও বিলাসী সুবিধা সংক্রান্ত যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার অনেক তথ্যই “বিভ্রান্তিকর ও অসত্য”।

পাওয়েল সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংক প্রধানদের বৈঠকে অংশ নেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র সরকার যদি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত না নিত, তাহলে কি সুদের হার কমানো হতো? জবাবে পাওয়েল বলেন, “আমার এটাই মনে হয়।”

তবে প্রেসিডেন্ট হিসেবে ফের হোয়াইট হাউসে ফেরার আগে ট্রাম্প জানিয়েছিলেন, পাওয়েলকে অপসারণের ইচ্ছা তাঁর নেই, যদিও তাঁর সমালোচনা তিনি বন্ধ করেননি।

আইন অনুযায়ী, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রেসিডেন্ট তাঁকে সরাতে পারেন না। ১৯৩৫ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, স্বায়ত্তশাসিত সংস্থার প্রধানদের মেয়াদ শেষ হওয়ার আগে অপসারণের জন্য সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে।

এ বিষয়ে ফেডারেল রিজার্ভ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন