সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করুন: রুমা

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এবং তিনি সকলকে তার সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন। রুমা বলেন, ‘এখন আর কারো মতামতের সুযোগ নেই। তাই দেশনায়কের সিদ্ধান্ত সম্মান করে সকল দ্বন্দ্ব ও মতবিরোধ ভুলে গিয়ে কৃষিবিদ তুহিন ভাইয়ের জন্য একসাথে কাজ করুন।’
বুধবার (২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজিত আনন্দ মিছিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমা এ কথা জানান।
তারেক রহমানের মনোনয়ন পেয়ে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে অভিনন্দন জানিয়ে এবং তাকে স্বাগত জানাতে এই আনন্দ মিছিল আয়োজন করা হয়। বিকেলে চাটমোহর পৌরসভার দোলং এলাকা থেকে রুমার নেতৃত্বে মিছিল শুরু হয়ে হাসপাতাল গেট, থানা মোড় ও স্টার মোড় প্রদক্ষিণ করে চাটমোহর বাসস্ট্যান্ডে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা ছাড়াও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাঈম জুঁই ও ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব বক্তব্য রাখেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমা বলেন, ‘পাবনা-৩ আসনে চাটমোহর থেকে অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আমি নিজেও ছিলাম। কিন্তু দলের যে সিদ্ধান্ত, তা মেনে নিতে হবে। দেশনায়ক তারেক রহমান যেটা সঠিক মনে করেছেন সেটাই চূড়ান্ত। আর এর উপর আর কোনো বিতর্কের সুযোগ নেই। যারা এখনো দ্বিধায় আছেন, তাদের প্রতি আমার আবেদন দ্রুত সেই দ্বন্দ্ব ভুলে গিয়ে হাসান জাফির তুহিন ভাইয়ের জয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হোন এবং দলের জন্য কাজ করুন।’
তিনি আরও বলেন, ‘এটি নতুন কোনো ব্যাপার নয়, অতীতে আমরা দেখেছি যে এক আসনের প্রার্থীকে অন্য আসনে পাঠানোর নজির রয়েছে। কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এই আসনে পাঠানোর কারণ হলো এখানে তার মতো যোগ্য প্রার্থী দলের কাছে ছিল না। তাই তার হাত শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। সকলকে তাদের মতানৈক্য ভুলে গিয়ে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
১২৩ বার পড়া হয়েছে