সর্বশেষ

বিনোদন

বাস্তব কাহিনির সিনেমা ‘রঙবাজার’, আসছে পূজায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রায় দুই বছর আগে যৌনপল্লি উচ্ছেদের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল সিনেমা ‘রঙবাজার’। এবার আসন্ন দুর্গাপূজায় দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

চারশো বছরের পুরোনো এক যৌনপল্লি মাত্র এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনাকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প। কাহিনি লিখেছেন তানজিব অতুল, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। প্রযোজনায় রয়েছে ‘পরাণ’-খ্যাত লাইভ টেকনোলজি।

পরিচালক রাশিদ পলাশ জানান, ‘রঙবাজার’ শুধুমাত্র একটি সামাজিক গল্প নয়, এটি বাস্তবতা, সহমর্মিতা ও সম্পর্কের অনুভব নিয়েও কথা বলে।

সিনেমাটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ আরও অনেকে।

গোয়ালন্দের দৌলতদিয়ার যৌনপল্লিতে হয়েছে টানা শুটিং। অভিজ্ঞতা জানিয়ে পলাশ বলেন, “প্রথমে কিছুটা সংশয় ছিল অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। কিন্তু অল্প সময়েই তাঁরা পল্লির মেয়েদের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন, যেটা অবিশ্বাস্য। স্থানীয় নারীরা আমাদের শিল্পীদের দারুণ সহযোগিতা করেছেন—খাবার-দাবার থেকে শুরু করে নানা সহযোগিতা করেছেন। ফলে অনায়াসেই শুটিং শেষ করতে পেরেছি।”

চলচ্চিত্রটিতে রয়েছে তিনটি গান, সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব।

এদিকে রাশিদ পলাশ আরও দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। বিপ্লবী প্রীতিলতাকে নিয়ে নির্মাণাধীন ‘প্রীতিলতা’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। অন্যদিকে ‘তরী’ নামে একটি নতুন সিনেমার অর্ধেক শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যেখানে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে ভিসা জটিলতার কারণে আপাতত আটকে আছে এর শুটিং।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন